“বিজেপির দা*ঙ্গাবাজি ফর্মুলা ফের চালু হয়েছে”, কাজিপাড়া নিয়ে বি*স্ফোরক অভিষেক

0
7

রেড রোডের (Red Road)ধর্না মঞ্চ থেকে যেমন আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী (CM), ঠিক তেমনটাই ঘটল। রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হাওড়ার শিবপুরের কাজিপাড়া। সমাজ বিরোধী ও দুষ্কৃতীদের বিরুদ্ধে দোকান-গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ পাথরবাজির মতো গুরুতর অভিযোগও রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। বিজেপির প্ররোচনাতেই এমন ঘটনা ঘটেছে গুরুতর অভিযোগ করা হয়েছে হয়েছে শাসক দল তৃণমূলের তরফে।

এমন ঘটনার নিন্দা করে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কাজিপাড়া কাণ্ড নিয়ে টুইটে অভিষেক লিখেছেন, “বিজেপির দাঙ্গাবাজি ফর্মুলা আবার চালু হয়েছে। সম্প্রদায়কে একে অপরের বিরুদ্ধে উসকে দেওয়া হচ্ছে। হিংসা ছড়াতে অস্ত্রের জোগান দেওয়া হচ্ছে। ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। রাজনৈতিক ফায়দা আদায় করার জন্য। বিজেপির প্লেবুক থেকে একটি ক্লাসিক অপবিত্র ব্লুপ্রিন্ট!”

একই ইস্যুতে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ট্যুইটারে তৃণমূল মুখপাত্র লেখেন, “রামনবমীতে রিভলবার! বিজেপি করছে কী!!! বাংলাকে অশান্ত করার এত চেষ্টা। এগুলোকে খুঁজে গ্রেফতার করা হোক।”