সংক্র*মণ ছাড়ালো ৩ হাজারের গণ্ডি, নতুন নির্দেশিকা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

0
2

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কো*ভিড (Covid 19) সং*ক্রমণ। ওমি*ক্রনের এক্সবিবি (Omicron XBB) ভ‌্যারিয়েন্টের দাপটে বিশ্বজুড়ে বাড়ছে কোভিড (Covid 19) সংক্র*মিতের সংখ‌্যা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Ministry)রিপোর্ট অনুযায়ী ভারত গত ২৪ ঘন্টায় ৩,০১৬ টি নতুন কোভিড কেস রেকর্ড করেছে। যা আগের দিনের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

সংক্রমণের নিরিখে দেশের দৈনিক ইতিবাচকতার হার ২.৭ শতাংশ এবং সাপ্তাহিক ইতিবাচকতার হার ১.৭১ শতাংশ হিসেবে রেকর্ড করা হয়েছে। দিল্লিতে গত ১৬ জানুয়ারি সংক্রমণের সংখ্যা শূন্যতে নেমে গিয়েছিল। সেখান থেকে রাজধানীতে দাপিয়ে কামব্যাক করেছে কোভিড, গত ২৪ ঘন্টায় ৩০০ টি কেস রেকর্ড করা হয়েছে। এখানেই শেষ নয় বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত একদিনে ভাইরাসের আক্রমণে ১৪ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে ৩, দিল্লিতে ২ হরিয়ানায় ১ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে।আটটি মৃত্যু কেরালাতে, এই নিয়ে দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৮৬২। যদিও কিছুটা হলেও স্বস্তির খবর যে সারা দেশের সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ রেকর্ড করা হয়েছে।

উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞদের , বেশ কয়েকটি রাজ্য এই সপ্তাহে কোভিড সংক্রমণের উদ্বেগজনক বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠক করার পরিকল্পনা করেছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিশেষ নির্দেশিকা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

WHO এর নতুন নির্দেশ :

  • কোভিড ১৯ টিকার দু’টি ডোজ নেওয়ার পর নতুন করে বুস্টার ডোজ নিতে হবে
  • একবার বুস্টার নেওয়া থাকলেও পুনরায় নিতে হবে বুস্টার
  • প্রথমবারের টিকা থেকে নতুন বুস্টার ডোজের ব‌্যবধান ৬ মাস থেকে ১ বছরের মধ্যে হতে হবে
  • নতুন ডোজের জন্য রোগীর শারীরিক অবস্থার দিকে জোর দিতে হবে চিকিৎসকদের