তেহট্টর বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। সেই ঘটনায় কেন গ্রেফতার করা হয়নি তাপস সাহাকে? কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি তাপস সাহাকে? হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য সরকারকে । এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ।ঘটনায় মামলার কেস ডায়েরিও চেয়েছেন বিচারপতি মান্থা। আগামী ১০ এপ্রিল ওই মামলার পরবর্তী শুনানি। তবে এই সময়ের মধ্যে তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখা। এমনই নির্দেশ দিয়েছে আদালত।
ওই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত তাপস সাহাকে গ্রেফতার করেনি পুলিশ। অভিযোগ, নির্দিষ্ট সময়ে চার্জশিট না দেওয়ায় নিম্ন আদালত থেকে জামিন পেয়ে যান ধৃত তিন ব্যক্তি। নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই তদন্ত করছে সিবিআই, এখানেও অভিযোগ একই।
তাই আদালতের পর্যবেক্ষণ, একই বিষয়ে দুটি তদন্তকারী সংস্থা তদন্ত করলে তদন্তপ্রক্রিয়া ব্যাহত হতে পারে। অভিযোগ, ২০১৮ সাল থেকে চাকরি দেওয়ার নামে প্রায় ৫ কোটি টাকার প্রতারণা করেছেন বিধায়ক তাপস সাহা। এই অভিযোগে দায়ের হয় মামলা।




































































































































