দেশে ফের মাথাচাড়া দিয়ে উঠছে কোভিড ১৯ (Covid 19) । নয়া ভ্যারিয়েন্টের দাপটে হু হু করে বেড়ে চলেছে সং*ক্রমণ। গত সপ্তাহে যেখানে আক্রা*ন্তের সংখ্যা ছিল এক হাজারের আশেপাশে সাত দিনের মাথায় সেই সং*ক্রমণ ছাড়াল ২০০০ এর গণ্ডি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Ministry)দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বুধবার সারা দেশে কো*ভিড আক্রা*ন্তের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের (। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক আক্রা*ন্তের সংখ্যা ২,১৫১। টিকা নিয়ে নয়া চিন্তা ভাবনা শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)।

এই মুহূর্তে দেশে মোট কো*ভিড আক্রা*ন্তের সংখ্যা ১১ হাজার ৯০৩ জন। গত পাঁচ মাসে এটাই সংখ্যা সর্বোচ্চ বলে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে। চিকিৎসকেরা বলছেন দেশে টিকাকরণের দিকে জোর দিকে আরও জোর দেওয়া দরকার। কেন্দ্রীয় তথ্য ও পরিসংখ্যান বলছে গত একদিনে কোভিড সংক্রমণের হার প্রায় ১.৫১ শতাংশ। দেশে এখনও পর্যন্ত প্রায় ৪.৪৭ কোটি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন বলে সরকারি ভাবে জানান হয়েছে । সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। মৃতের তালিকাতেও মহারাষ্ট্র নিয়ে উদ্বেগ বাড়ছে। এখনও পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৮৪৮ জন। গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৭, যার মধ্যে মহারাষ্ট্রে তিন জন, কেরলে তিন জন এবং কর্নাটকে এক জন প্রাণ হারিয়েছেন। দেশে সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার টিকা সুপারিশ নিয়ে পর্যালোচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।





































































































































