কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রুল জারির দাবি জানালেন আইনজীবী মুকুল রোহতগি। বুধবার সুপ্রিম কোর্টে গ্রুপ সি’র একটি মামলায় সওয়াল করতে গিয়ে ডিভিশন বেঞ্চের কাছে এই আবেদন করেন বর্ষীয়ান আইনজীবী।

গ্রপ সি মামলায় শুনানি চলছিল বুধবার। বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে এই মামলা ছিল। সেখানেই সওয়াল চলাকালীন আইনজীবী মুকুল রোহতগি বলেন, কলকাতা হাই কোর্টের এক বিচারপতি, এক মিনিটের সিদ্ধান্তে হাজার হাজার মানুষের চাকরি কেড়ে নিচ্ছেন। মামলা ডিভিশন বেঞ্চে যাওয়ার আগেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। শুধু তাই নয়, যে মামলা তাঁর কোর্টে চলছে, সেই মামলা নিয়ে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারও দিচ্ছেন। এই পদক্ষেপ সুপ্রিম কোর্টের নিয়ম-নীতির বিরোধী। ডিভিশন বেঞ্চকে অনুরোধ করব, এ ব্যাপারে রুলিং জারি করতে।










































































































































