প্রাথমিকে নিয়োগ দুর্নী*তি মামলায় তদ*ন্ত করতে পারবে না ED-CBI, নির্দেশ সুপ্রিম কোর্টের

0
1

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি (Primary Recruitment) মামলায় তদন্ত করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থা ইডি – সিবিআই (ED- CBI)। হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। সঞ্জয় কুমার (Sanjay Kumar) ও দীনেশ মহেশ্বরীর (Dinesh Maheswari) বেঞ্চ এই সিদ্ধান্ত জানিয়েছে।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এবং ইডিকের যৌথভাবে তদন্ত করা নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ২০১৪ সালে টেটের মেধাতালিকায় যাদের নাম ছিল, তাঁরা ২০২০ সালে চাকরি পান। কিন্তু নিয়ম মেনে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়েছে কিনা তা নিয়ে তদন্তে নামে ইডি ও সিবিআই। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন মানিক ভট্টাচার্য এবং এসএসসি। সেই মামলার রায় ঘোষণায় বুধবার সঞ্জয় কুমার ও দীনেশ মহেশ্বরীর বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেয়। ফলে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত কোনও রকম তদন্ত করতে পারবে না ED-CBI আধিকারিকরা।