নিজের খেলার খরচ চালাতে ছোট বেলায় লোকের বাড়ি বাড়ি গিয়ে দুধ পৌঁছে দিতেন, ভারত অধিনায়ক রোহিত শর্মার সম্পর্কে এরকমই এক অজানা গল্প শোনালেন তারই একসময়ের সতীর্থ প্রজ্ঞান ওঝা। দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন তাঁরা। আর তাই খুব কাছ থেকে রোহিতকে দেখেছেন প্রজ্ঞান।

এদিন এক সাক্ষাৎকারে ওঝা বলেন,” অনুর্ধ্ব-১৫ শিবিরে প্রথম রোহিতকে দেখি। সবাই বলত, ও খুব প্রতিভাবান। মুম্বইয়ের ছেলেদের মতোই ছিল রোহিত। খুব বেশি কথা বলত না। কিন্তু খেলার সময় আগ্রাসী ব্যাটিং করত। তখনও জানতাম না, ওর ভিতরে কতটা কষ্ট লুকিয়ে রাখা আছে।”

ওঝা আরও বলেন,”রোহিত বাড়ি বাড়ি গিয়ে দুধ পৌঁছে দিত। তার বদলে ও যে টাকা পেত সেটা খেলার জন্য খরচ করত। কিন্তু সব সময় ওর মুখে একটা হাসি লেগে থাকত। ভিতরে ভিতরে হয়তো সব জেদ পুষে রাখত রোহিত। সেটাই ওর ব্যাটিংয়ে দেখা যেত।”
আরও পড়ুন:আইপিএল-এ কলকাতার ম্যাচ ঘিরে ইডেনে টিকিটের চাহিদা তুঙ্গে










































































































































