বিধায়ক তাপস সাহা মামলায় ‘আদালত সত্য জানতে চায়’, পর্যবেক্ষণ বিচারপতি মান্থার

0
2

নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে দমকল-সহ বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে কয়েক কয়েক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার এই মামলা বিচারপতি মান্থার এজলাসে ওঠে। শুনানিতে হাই কোর্টকে সিবিআই জানিয়েছে, বিধায়কের বিরুদ্ধে তদন্ত করতে তারা প্রস্তুত।এরপরই বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, নিয়োগ দুর্নীতির অনেক মামলায় সিবিআই তদন্ত করছে। ফলে এই একই ধরনের অভিযোগের ক্ষেত্রে ওই সংস্থা তদন্ত করবে কি না, তা খতিয়ে দেখবে আদালত। এরই পাশাপাশি, এই মামলায় রাজ্যের বক্তব্যও জানতে চেয়েছেন বিচারপতি।

তিনি আরও বলেছেন, আদালত সত্য জানতে চায়। তেহট্টের বিধায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিয়ে হাই কোর্টে মামলা করেন জনৈক ইউসুফ আলি শেখ। তাঁর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আদালতকে জানিয়েছিলেন, এই অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক ভাবে দুর্নীতি দমন শাখা তদন্ত শুরু করলেও সময় মতো চার্জশিট দেয়নি। ফলে ধৃতেরা জামিন পেয়ে যান।এই মামলার শুনানিতে মঙ্গলবার বিচারপতি মান্থা বলেন, তদন্তের অগ্রগতি নিয়ে আদালত ভাবছে না।আদালত সত্য জানতে চাইছে।’’সিবিআইয়ের এই বক্তব্য শোনার পরই বিচারপতি মান্থা রাজ্যের বক্তব্য শুনতে চান।আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।