দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় এবার তদন্তভার সিবিআইয়ের হাতে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই ঘটনার তদন্ত করবে সিবিআই। হাই কোর্টের পর্যবেক্ষণ, আদালত যাবতীয় অভিযোগ খতিয়ে দেখেছে। নথিপত্র খতিয়ে দেখে আদালত মনে করছে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য সিবিআইকে এই মামলার তদন্তভার দেওয়া উচিত।
উল্লেখ্য, গত ফ্রেব্রুয়ারি মাসে কোচবিহারের বুড়িরগ্রামের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় লক্ষ্য করে হামলার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য পুলিশকে নিশানা করেছিলেন। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নিশীথ প্রামাণিক নিজেও।’বাড়ি ঘেরাও কর্মসূচি’ নিয়েও সরব হয়েছিলেন নিশীথ প্রামাণিক।
দিনহাটার অশান্তির ঘটনায় ন’হাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায়ের পাশাপাশি একাধিক BJP নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। নিশীথের গাড়ির উপর হামলার এই ঘটনায় BJP-কেই অভিযুক্ত করে একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টে কোচবিহারের পুলিশ সুপারের তরফে দেওয়া হয়েছিল। অন্য দিকে, পুরো ঘটনার দায় নিশীথের ঘাড়েই চাপিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন। দিনহাটার তৃণমূল বিধায়কের দাবি, সমাজবিরোধীদের দিয়ে নিশীথ এলাকা দখল করতে চেয়েছিলেন।




































































































































