করোনার ভয় কাটিয়ে আবারও চেনা ছন্দে সাধারণ মানুষের জীবন। দুই বছর পর আবারও কলকাতায় আইপিএল খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। দুই বছর পর আবারও হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে আইপিএলে। আর সেই নিয়ে উন্মাদনা সমর্থকদের মধ্যে।

৬ এপ্রিল ইডেনে প্রথম ম্যাচ খেলতে নামছে কেকেআর, সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার আগে টিকিট নিয়ে হাহাকার। জানা যাচ্ছে, এই হাইপ্রোফাইল ম্যাচের টিকিট নিমেষের মধ্যে উধাও। সর্বনিম্ন ৭৫০ টাকার টিকিট শেষ। এদিকে ১০০০-৮০০০ টাকার টিকিট থাকলেও সেগুলি কেনা যাচ্ছিল না। তবে শুধু আরসিবি ম্যাচ নয়, আরও একটি ম্যাচ নিয়ে হাহাকার রয়েছে কলকাতার সমর্থকদের। সেটি হল আগামী ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচটি। শেষবার হয়ত ইডেন গার্ডেন্সে খেলতে নামবেন মহেন্দ্র সিং ধোনি। আর এই ম্যাচের ২৬ দিন আগে শেষ ম্যাচের টিকিট।
আরও পড়ুন:অনন্য সম্মান লিওর, কিংবদন্তি পেলে-মারাদোনার পাশে এবার মেসি











































































































































