সর্বহারা শতরূপের ২২ লাখি গাড়ি! দেড় বছরে কীভাবে ফুলেফেঁপে উঠলেন সিপিএমের হোলটাইমার?

0
2

সাম্প্রতিক সময়ে সিপিএমের একের পর কেচ্ছা উঠে আসছে। বাম জমানায় হোল টাইমাদের অসৎ উপায়ে চিরকুটে চাকরি থেকে শুরু করে অযোগ্যদের ঘুরপথে নিয়োগ, তথ্য উঠে আসতেই প্রবল অস্বতিতে সিপিএম। এবার সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। সিপিএমের নতুন প্রজন্মের নেতা শতরূপ ঘোষ সম্প্রতি একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন। যার বর্তমান বাজার দর ২২ লক্ষ টাকা। এবং পুরোটাই এককালীন পেমেন্ট করা হয়েছে শতরূপের তরফে। গাড়ি বুক করা হয়েছিল গত বছর নভেম্বর মাসে। আর শতরূপ গাড়ি হাতে চলতি জানুয়ারির শুরুতে। গাড়িতে নিজের পছন্দসই নম্বর নিতেও টাকা খরচ করতে কার্পণ্য করেনি সিপিএম নেতা শতরূপ। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিজেকে হোলটাইমার দাবি করা শতরূপের এমন লাইফ স্টাইল কীভাবে সম্ভব? ২০২১ সালে যে শতরূপ তার নির্বাচনী হলফনামায় স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমান দেখিয়েছেন ২ লক্ষ টাকার, মাত্র দেড় বছরের ব্যবধানে কীভাবে ২২ লক্ষ টাকার গাড়ি কিনতে পারেন এই হোলটাইমার নেতা?

আজ, মঙ্গলবার বিষয়টি সকলের সামনে তুলে ধরেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি শতরূপের গাড়ি ক্রয় সংক্রান্ত সমস্ত সরকারি নথি তুলে ধরেন।

কুণাল ঘোষ লিখছেন, “এই গাড়ির ক্রেতা কি আমাদের পরিচিত শতরূপ ঘোষ? 2021সালে নির্বাচনী হলফনামায় মোট সম্পদ 2 লক্ষ টাকা। এখন, 2023 সালে সানেই মোটর শোরুম থেকে মারুতি সুজুকির নতুন বিলাসবহুল মডেল গ্র্যান্ড ভিটারা কিনেছে দাম+ আনুষঙ্গিক খরচ প্রায় 22 লক্ষ টাকা দিয়ে। গাড়ির নম্বর WB06Y2230. গাড়ি শতরূপের নামে। এককালীন পেমেন্ট করেছে ক্রেতা।

যদি এই শতরূপ সিপিএমের হয়, যে অসভ্যের মত অন্যদের দিকে কালি ছেটায়, প্রশ্ন-
1) হোলটাইমার এত টাকা পেল কোথা থেকে?
2) যদি বাবা বা কোনো আত্মীয় দেন, তাহলে পেমেন্ট ওর নামে কেন? সরাসরি তাঁরা কিনতে পারতেন।
3) হোলটাইমার এত টাকা ব্যাঙ্ক লোন পেতে পারে কি?
4) হোলটাইমার 22 লাখি গাড়ি কিনছে, পার্টি জানে?
5) সর্বহারার দলের হোলটাইমার কমরেডের 22 লাখি বিলাসবহুল গাড়ি চড়ার শখ হবে কেন?”

আরও পড়ুন:জটমুক্ত পঞ্চায়েত ভোট! আদালতে শুভেন্দুর আবেদন খারিজ