যাত্রীবোঝাই বাস দু*র্ঘটনায় মৃ*ত্যু ২০ জন হজযাত্রীর !

0
3

সৌদি আরবে (Saudi Arab) বড় বাস দু*র্ঘটনা ! সেতু থেকে উল্টে যাওয়ায় অন্তত ২০ জন হজযাত্রীর (Hajj pilgrims) মৃ*ত্যুর খবর মিলেছে। ইয়েমেনের কাছে আসির প্রদেশের এই দুর্ঘ*টনায় ২৯ জন আহত হয়েছে বলে খবর। প্রত্যক্ষদর্শীরা বলছেন আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে আ*গুন ধরে যায়, এরপরই বাস উল্টে যায়। নিহত এবং আহতদের প্রত্যেকেই হজ যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে।

রমজানের প্রথম সপ্তাহেই মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ল সৌদি। সেখানকার এক টিভি চ্যানেলে দু*র্ঘটনার ভয়াবহ মুহূর্তের ছবি তুলে ধরা হয়েছে। কোনও যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।