বিজেপি কিষান মোর্চার মিছিল সুপারফ্লপ, ফের বেআব্রু গোষ্ঠীকোন্দল

0
2

কৃষকদের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে পথে নেমেছে পদ্ম শিবির। অথচ যাদের দাবিতে এই মিছিল, তাদের হাতেগোনা কয়েকজনের দেখা মিলেছে মিছিলে। কলেজ স্ক্যোয়ার চত্বর থেকে শুরু হওয়া মঙ্গলবারের বিজেপি কিষান মোর্চার মিছিল সুপার ফ্লপ। মিছিলের নেতৃত্বে ছিবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও  রাহুল সিনহা। কলেজ স্ট্রিট থেকে শুরু হওয়া এই মিছিল এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় গিয়ে শেষ হয়। বাংলার কৃষকদের বঞ্চনার অভিযোগ তুললেও, শেষ পর্যন্ত কৃষক আন্দোলনের চাপে বিজেপির কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়। নরেন্দ্র মোদি বলেছিলেন ২০১৪ সালে কৃষকদের আয় দ্বিগুণ হবে। কিন্তু বাস্তব বলছে আট বছরেও তা হল না।

বঙ্গ বিজেপি শিবিরে যে গোষ্ঠীকোন্দল তীব্র, এদিনের মিছিলে ফের তা বেআব্রু হয়ে গিয়েছে।বঙ্গ বিজেপির যে নেতারা প্রতিনিয়ত রাজ্য সরকারের সমালোচনায় ব্যস্ত থাকেন, সেই দিলীপ-সুকান্তদের এদিনের মিছিলে দেখা যায়নি।বিজেপি কিষান মোর্চার এই মিছিলকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল শিবিরও। তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেছেন, ‘তুঘলকি, হিটলারি, স্বৈরচারী বিজেপি শাসনের আমলে শতাব্দীর সেরা কৃষক আন্দোলন কৃষকদের করতে হয়। শতাব্দীর সেরা এই আন্দোলনকে পুলিশ দিয়ে হঠিয়ে দেওয়া হয়। তৃণমূল নেতার পাল্টা বক্তব্য,  মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার কৃষকদের আয় তিন গুণ হয়ে গিয়েছে। অথচ বিজেপি মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।বাংলার মানুষকে এভাবে বোকা বানানো যাবে না।