কলকাতার অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে এই দুই ক্রিকেটার

0
2

চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়র। শ্রেয়স আইপিএল থেকে ছিটকে যাওয়ায় নাইট রাইডার্সের অধিনায়ক কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনার সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, কেকেআরের অধিনায়ক হিসাবে এই মুহূর্তে উঠে আসছে দুটো নাম। এরা হলেন শার্দুল ঠাকুর এবং সুনীল নারিন।

সূত্রের খবর, কেকেআর ম্যানেজমেন্ট আগামী কয়েক দিনের মধ্যে নতুন অধিনায়কত্বের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কারণ নতুন কেকেআর অধিনায়ককে ৩০ মার্চ আহমেদাবাদে আইপিএল ২০২৩-এর প্রাক-টুর্নামেন্ট অধিনায়কের ব্রিফিংয়ে অংশ নিতে হবে। জানা যাচ্ছে, শার্দুলই কলকাতার অধিনায়কের দৌড়ে এগিয়ে রয়েছেন। তবে সুনীল নারিনও কেকেআরের অধিনায়কত্বের দায়িত্বে আসতে পারেন। ক্যারিবিয়ান এই স্পিনারের ঠাণ্ডা মাথার সঙ্গে রয়েছে প্রচুর অভিজ্ঞতা। তিনি কেকেআর ফ্র্যাঞ্চাইজির জন্য সর্বোচ্চ উইকেট শিকারীও।

এই নিয়ে কলকাতার এক আধিকারিক জানিয়েছেন, অধিনায়কত্বের দৌড়ে কিছুটা হলেও এগিয়ে শার্দুল। কারণ, ঘরোয়া ক্রিকেটারদের সঙ্গে তিনি অনেক সহজে মিশতে পারবেন। তাছাড়া আবু ধাবি লিগে অধিনায়ক হিসাবে ব্যর্থ সুনীল। তাঁর নেতৃত্বে সবার নীচে শেষ করেছে দল। তাই শার্দুলের উপরেই ভরসা করতে পারে ম্যানেজমেন্ট। এছাড়াও জানা যাচ্ছে, একটি অনুষ্ঠান করে নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে কেকেআর। সেই অনুষ্ঠানে থাকবেন দলের মালিক শাহরুখ খান নিজে। এছাড়াও থাকবেন এক আন্তর্জাতিক পপ তারকা।

আরও পড়ুন:বিসিসিআইয়ের চ‍্যালেঞ্জ, ইন্দোরের পিচ নিয়ে সুর নরম আইসিসির