মেষ : সন্তানের কারণে আজ আনন্দিত হবেন। বাড়িতে কোনও নতুন অতিথি আসতে পারে। তাঁর সাথে সারাদিন আনন্দে কাটবে। বাড়ির জন্য দরকারি কিছু জিনিস কিনতে হতে পারে। বাবার সাথে কথায় আজ অনেক আনন্দ পাবেন।
বৃষ : আজ কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে। আর্থিক উন্নতি হবে কাজ থেকেই। তরুণদের আজ নতুন কাজ শুরু করার পক্ষে ভালো দিন। অবসর সময়ে নিজেকে সৃজনমূলক কাজে ব্যস্ত রাখতে পারেন।

মিথুন : আজ ব্যস্ততার মধ্যে নিজের শরীরের যত্ন নেওয়ার সময় পাবেননা। আকস্মিক কিছু টাকা হাতে আসতে পারে। তবে বেশি খরচের জন্য সঞ্চয় করতে পারবেন না। প্রেমিকার সাথে দেখা করতে যেতে পারেন আজ।
কর্কট : অনেক দিকে খরচের দরকার পড়বে আজ তাই ভেবেচিন্তে খরচ করুন। আজ আপনার ব্যক্তিত্ব দেখে কেউ আপনার প্রেমে পড়তে পারে। অনেকের থেকে আমন্ত্রণ পাবেন। কোনও উৎসবে যোগ দিতে পারেন।
সিংহ : কোনও প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসায় আজ আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে। পুরানো জিনিস বা গয়নার ব্যবসায় লাভ পাবেন। ছোটরা আজ খেলাধুলায় অনেকটা সময় কাটাবে।

কন্যা : আজ শরীরের যত্ন নিন। নতুন বিনিয়োগ করার আগে সবদিক যাচাই করুন। অনেকদিন ধরে হয়ে আসা ঝগড়া আজ মিটে যাবে। নিজের ঘর নতুন করে সাজাতে পারেন। কাজের চাপ সামলে স্ত্রীকে সময় দিন।
তুলা: আজ আপনার উদ্যম এবং আত্মবিশ্বাস আপনাকে অনেক ক্ষেত্রে সাফল্য দেবে। স্ত্রীয়ের সাথে কেনাকাটা করতে যেতে হতে পারে। আপনার রূঢ় ব্যবহারে সকলে কষ্ট পেতে পারেন। তাই নিজেকে সংযত করুন।
বৃশ্চিক : কোনও কথা বলার আগে ভাবুন সেই কথায় সকলের মনে কি প্রতিক্রিয়া হতে পারে। অকারণ রুক্ষ ব্যবহারে বিবাদে জড়িয়ে পড়তে পারেন । নতুন বিনিয়োগের ঝুঁকি আজ লাভ দিতে পারে।
ধনু : নিজের ওজন কমানোর জন্য শরীরচর্চা করুন। আজ ব্যবসায় প্রচুর লাভ করতে পারবেন। নিজের পছন্দের কাজ আজ আপনাকে লাভের মুখ দেখাবে। স্ত্রীয়ের সাথে কোনও ব্যাপারে মতানৈক্য হতে পারে।
মকর : আজ কর্মক্ষেত্রে অসাধারন কিছু কাজ করতে পারেন। আর্থিক অবস্থার আজ উন্নতি হবে। কোথাও ঘুরতে গিয়ে প্রেমে পড়তে পারেন। অবসর সময়ে পুরানো বন্ধুদের সাথে আড্ডা মেরে কাটান।
কুম্ভ : খাওদাওয়ার দিকে নজর দিন। অনিয়মিত খাওয়াদাওয়ার জন্য রোগে ভুগতে পারেন। কোনও দীর্ঘস্থায়ী বিনিয়োগে আজ টাকা দেবেন না। আজ কোনও প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য পেতে পারেন।
মীন : খাওদাওয়ার সময় সতর্ক হোন। নেশার দ্রব্য থেকে নিজেকে দূরে রাখুন। আপনার শরীর অসুস্থ হতে পারে। তাই শরীরের যত্ন নিন। অফিসের কাজের চাপ আজ বেশি থাকবে। পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন।
আরও পড়ুন- বারাণসীতে ১৭৮০ কোটি টাকার প্রকল্পের সূচনা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন মোদির


































































































































