তৃণমূলের আইটি সেল-এর জরুরি ঘোষণা

0
3

তৃণমূলের আইটি সেল-এর পক্ষ থেকে দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য তাঁর ফেসবুক পেজে একটি জরুরি ঘোষণা করেন। বাম আমলের নিয়োগ দুর্নীতির ঘটনা সামনে আসার পর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

জরুরি ঘোষণা

১. সিপিএমের দখলদারির রাজত্বে যারা যোগ্য হয়েও সরকারি চাকরির ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন কমরেডদের বউ, শালা, ভাই, দাদা বা ভাগ্নেদের জন্য, বিশেষত ২০০৭-২০১০ পর্যন্ত যাদের চাকরির পরীক্ষার নাম্বার ট্যাম্পারিং হয়েছে বলে বিশ্বাস করেন, তারা নিজেদের নাম, জেলা, ফোন নাম্বার ও পরীক্ষার ভ্যালিড ডকুমেন্ট সহ এই ID- তে মেইল করুন। আপনার কাগজ বৈধ হলে আমাদের তরফ থেকে ফোন করে সমস্ত ঘটনা শোনা হবে।

২. যারা নিজ এলাকায় সিপিএম নেতাদের বাড়িতে সরকারি চাকরির হদিস দিতে পারবেন, যারা জানেন আপনার স্থানীয় প্রাক্তন বাম বিধায়ক, সাংসদ, প্রাক্তন সিপিএমের চেয়ারম্যান, কাউন্সিলর কিংবা তৎকালীন সময়ে বামফ্রন্টের বিভিন্ন পদারিকারী, কিংবা আপনার এলাকার লোকাল অথবা জোনাল কমিটির নেতা, যাদের কোনো না কোনো আত্মীয় বা পরিবারের সদস্য অন্যায় উপায়ে সরকারি চাকরি পেয়েছেন, সেই নেতাদের নাম, তাদের তৎকালীন পদ এবং তার পরিবারে চাকরি পাওয়া ব্যক্তিদের ডিটেলস সহ এই একই আইডিতে মেইল করুন।

CpmCheatedUs@gmail.com

(আপনি না চাইলে আপনার পরিচয় প্রকাশ্যে আনা হবে না)

এই ইমেইল আইডি ছড়িয়ে দিন। লক্ষ লক্ষ বঞ্চিতকে অভিযোগ জানানোর সুযোগ করে দিন। লাল কাপড়ের আড়ালে লুকিয়ে থাকা বদমায়েশ গুলোর মুখোশ এবার টেনে খুলতে হবে। খেলা হবে!

– তৃণমূল আইটি সেল

আরও পড়ুন- সর্বভারতীয়-রাজ্যের দলীয় মুখপাত্রদের নাম ঘোষণা তৃণমূল সুপ্রিমোর