অসুস্থতার কারণে ফাঁকা হচ্ছিল মঞ্চ! ৪৪ দিনের মাথায় ধর্মতলার অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন DA আন্দোলনকারীরা। তবে বকেয়া মহার্ঘ্যর দাবিতে আন্দোলন আগের মতোই চলবে বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। মঞ্চের তরফে তাপস চক্রবর্তী (Taposh Chakraborty) জানান, “দীর্ঘ অনশন আন্দোলনে অনেক কর্মী অসুস্থ হয়ে পড়ছিলেন। সেই কথা মাথায় রেখেই আপাতত ডিএ-র দাবিতে অনশন স্থগিত রাখা হল।”

এবারের রাজ্য বাজেটেই সরকারি কর্মচারীদের আরও ৩ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করে রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রীয় হারে মহার্ঘ্যভাতা দেওয়ার দাবিতে গত ৭ ফেব্রুয়ারি থেকে ধর্মতলার শহিদ মিনার ময়দানে রিলে অনশনে বসেন সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টেও ডিএ-সংক্রান্ত মামলার শুনানি বারবার পিছিয়ে যায়। এই পরিস্থিতিতে একে একে আন্দোলনকারীরা অসুস্থ হয়ে পড়েন। ফলে মঞ্চ ক্রমশ ফাঁকা হচ্ছিল। এর জেরে তড়িঘড়ি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল সংগ্রামী যৌথ মঞ্চ।।








































































































































