সোশ্যাল মিডিয়ার শিরোনামে অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ‘থালাইভি’ (Thalavii) বক্স অফিসে ব্যবসা করতে পারিনি দাবি করে এবার অভিনেত্রীর কাছে নাকি ক্ষতিপূরণ চেয়েছেন ডিস্ট্রিবিউটাররা। সমাজ মাধ্যমে (Social media) সরব কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।


কঙ্গনার নতুন ছবি ইমার্জেন্সি (Emergency) নিয়ে উন্মাদনার পারদ চড়ছে। এই ছবিতে ইন্দিরা গাঁধী (Indira Gandhi)-র ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। পাশাপাশি তিনি এই ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন। তবে এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে জয়ললিতার বায়োপিক। ২০২১ সালে আমার উপর তৈরি বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্গনা। তামিল ও হিন্দি, দুই ভাষাতেই মুক্তি পায় এই ছবি। তবে, বক্স অফিসে একেবারেই ভাল ফল করতে পারেনি এই ‘থালাইভি’ বলে মত ডিস্ট্রিবিউটরদের। ছবির ব্যর্থতার জন্য দায়ী করা হয়েছে বলিউডের ‘কুইন’-কে। আর সেই কারণেই এবার ছ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। কিন্তু এই ঘটনা কতটা সত্যি? সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘এই সমস্ত খবর আমার বিরুদ্ধে শুধুই অপপ্রচার। থালাইভি ছবি তার মুক্তির আগেই বাজেটের চেয়েও বেশি টাকা ব্যবসা করে ফেলেছিল।’ অভিনেত্রী বলছেন তাঁর সাফল্য অনেকেই মেনে নিতে পারছেন না তাই সিনেমা ফ্লপ হয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে।





































































































































