দোলের আগেই রাজ্য থেকে বিদায় নিয়েছে শীত। কিন্তু গ্রীষ্ম আসব আসব বলেও দেখা নেই গরমের। পাখার রেগুলেটর পৌঁছয়নি শেষ ধাপে। সে ভাবে চালাতে হচ্ছে না। রোদের দাপটও সেভাবে নেই। তবে বসন্তের এই সুখের আবহাওয়া কতদিন? আলিপুর আবহাওয়া দফতর বলছে, কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সবক’টি জেলাতেই বৃষ্টি হতে পারে বুধবার।


আবহবিদেরা জানিয়েছেন, বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে দুই ২৪ পরগণা এবং দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জেলায় বজ্রগর্ভ মেঘের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এই বৃষ্টিতে গত কয়েক দিনের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। যদিও বৃহস্পতি এবং শুক্রবার থেকে দু’এক ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে বলে মনে করছে আবহাওয়া দফতর।


বুধবার আবহাওয়া দফতর একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, বুধবারের বৃষ্টির পর আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রার বিশেষ বদল না হলেও তার পর থেকে তিন দিন ধীরে ধীরে ২-৪ ডিগ্রি বৃদ্ধি পাবে তাপমাত্রা। গত কয়েক দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটাই কমেছে। তুষারপাতও হয়েছে সান্দাকফুতে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গেও তাপমাত্রা কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।








































































































































