পূর্ব ভারতে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ-মেরামতির উৎকর্ষ কেন্দ্র হবে রাজ্যে

0
1

পূর্ব ভারতে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ ও মেরামতির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে পশ্চিমবঙ্গকে (West Bengal)। ব্রিটিশ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে একটি উৎকর্ষ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বৈদ্যুতিক গাড়ি নির্মাণ কৌশল সম্পর্কে পড়ুয়া এবং গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের প্রশিক্ষিত করে তুলতে এই কেন্দ্রটি গড়ে তোলা হবে। প্রাথমিকভাবে কোলাঘাটের (Kolaghat) সরকারি পলিটেকনিক কলেজে এই উৎকর্ষ কেন্দ্রটি গড়ে হবে বলে জানিয়েছেন রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের সচিব অনুপকুমার আগরওয়াল। সম্প্রতি কলকাতায় ব্রিটিশ হাই কমিশনার এবং রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দফতরের যৌথ উদ্যোগে বৈদ্যুতিক গাড়ি সংক্রান্ত এক কর্মশালার আয়োজন করা হয়। সেখানেই যৌথ উদ্যোগে এই উৎকর্ষক কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান,২০২১ সালে দেশের প্রথম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গেই ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা স্তরে ই ভেহিকেল সংক্রান্ত পাঠ্যক্রম চালু করা হয়। প্রথম ব্যাচের ছাত্ররা বর্তমানে টাটা মোটরসে কর্মরত রয়েছে।

এই উৎকর্ষ কেন্দ্র তৈরির মাধ্যমে নতুন কর্মীদের পাশাপাশি বর্তমানে গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের বৈদ্যুতিক গাড়ি নির্মাণ ও মেরামতির বিষয়ে দক্ষ করে তোলা হবে। দেশের ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ২৬টি নিজেদের বৈদ্যুতিক গাড়ি সংক্রান্ত নীতি প্রকাশ করেছে। রাজ্যে ২০২১ সালে এই নীতি তৈরি হওয়ার পর থেকে ১৬ হাজারের কিছু বেশি বৈদ্যুতিক গাড়ি নথিভুক্ত হয়েছে। রাজ্য সরকার আগামী পাঁচ বছরে ১০ লক্ষ বৈদ্যুতিক গাড়ি এবং এক লক্ষ সরকারি বেসরকারি চার্জিং স্টেশন তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে।