তামিলনাড়ুর বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে মৃত অন্তত ৭

0
1

বাজি কারখানায়(Fire Cracker Factory) ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে মৃত্যু হল ৭ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর(Tamilnadu) কাঞ্চিপুরম জেলায়, অগ্নিদগ্ধ হয়েছেন আরও অন্তত ১৫ জন। অগ্নিকাণ্ডের জেরে ভেঙে পড়েছে গোটা বাড়ি। বড়সড় এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা চলছে।

জানা গিয়েছে, এদিন হঠাৎ ওই বাজি কারখানায় ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই আগুন লেগে যায় গোটা ভবনে। বিস্ফোরণ এতটা ভয়ঙ্কর ছিল যে বহুদূর পর্যন্ত এর আওয়াজ শোনা যায়। এদিকে কারখানাটিও ভেঙে পড়ে। তাতেই চাপা পড়েন অনেকে। এদিকে আগুনে ঝলসেও অনেকে আহত হয়েছেন এবং মৃত্যু হয়েছে কারখানার ৭ কর্মীর। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কি কারণে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, যে কারখানায় আগুন লেগেছে, সেটি কাঞ্চিপুরম শহ থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ভাজথোত্তমে অবস্থিত। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বাজি কারখানাটির বৈধ লাইসেন্স ছিল।