কলকাতা পুরসভায় মঙ্গলবার ২০২৩-’২৪ অর্থ বর্ষের বাজেট অধিবেশনের শেষ দিনে মেয়র তাঁর জবাবি ভাষণে বলেন, পুরসভার ২০২৩-’২৪ অর্থবছের বাজেটে  সমস্ত খাতেই অর্থের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। মেয়র বলেন, শিক্ষাখাতে ৫১ কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনায় ৬৪৪ কোটি টাকা বস্তি উন্নয়ন খাতে ২০৬ কোটি টাকা সমাজকল্যাণ খাতে ২৬ কোটি টাকা নিকাশি-খাতে ৩৬ কোটি টাকা স্বাস্থ্য-খাতে ১৮১ কোটি টাকা ও বস্তি উন্নয়নে ২০৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মেয়র বলেন আর্থিক প্রতিকূলতার মধ্যেও পুরসভা পুর-পরিষেবার মান উন্নত করার লক্ষ্যে বাজেটে নানা-খাতে বরাদ্দ বাড়িয়ে বাজেট পেশ করা হয়েছে।
বাজেটের বিরোধিতা করে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, বাজেটে শহরে বকেয়া করের পরিমাণ কত তা জানা যায়নি। কলকাতার উন্নয়নের ধারা অব্যাহত এবং এই উন্নয়নের কর্মযজ্ঞ আগামী দিনেও চলবে। 
মেয়র বলেন, কলকাতা এখন পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ শহর। বিরোধীরা শুধু সমালোচনাই করেন। কেন কেন্দ্র টাকা দিচ্ছে না, এর বিরুদ্ধে আর কবে সরব হবে তারা? অধিবেশন শেষে ধ্বনিভোটে বাজেট পাস হয়।


 
 
 
 
































































































































