লা-লিগায় গোলন্দাজ, মুখ্য ভূমিকায় বার্সেলোনার রবার্ট লেওয়ানডস্কি

0
1

লা-লিগায় বাংলার গোলন্দাজ। হ‍্যাঁ ঠিকই শুনছেন, লা-লিগায় দেব অভিনীত গোলন্দাজ। আর গোলন্দাজে এবার মুখ্য ভূমিকায় সুপারস্টার ফরোয়ার্ড বার্সেলোনার রবার্ট লেওয়ানডস্কি! চমকে উঠছেন? একদম চমকে যাবেন না, ঠিক শুনছেন, গোলন্দাজে এবার মুখ্য ভূমিকায় লেওয়ানডস্কি। এমনই চাঞ্চল্য তৈরি করেছে স্বয়ং স্প্যানিশ লা-লিগার সোশ্যাল মিডিয়া পেজ। মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় লা লিগা একেবারে গোলন্দাজ সিনেমার পোস্টারের আদলে একটি পোস্টার বানায়, যেখানে রবার্ট লেওয়ানডস্কির ছবির নীচে গোলন্দাজ লেখা থাকে।

এদিন লা-লিগা একটি লেওয়ানডস্কি ছবি পোস্ট করে, সেখানে ক্যাপশনে লেখা,”এখনও পর্যন্ত লা-লিগার সর্বোচ্চ গোলদাতা। এবার ২১ ম্যাচে ১৫টি গোল করেছেন লেওয়ানডস্কি। যা এক কথায় অসাধারণ।”

আর এই পোস্ট  হতেই মুহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে বাঙালিরা লা-লিগার এই চমকপ্রদ পোস্টটি উপভোগ করেছে। চলতি লা-লিগায় বার্সেলোনার হয়ে দুরন্ত পারফর্ম করেছেন লেওয়ানডস্কি। লা-লিগা ২১ ম্যাচে ১৫টি গোল করেছেন পোলিশ এই ফরোয়ার্ড। যার জন্য চলতি লিগের সর্বোচ্চ গোলদাতা লেওয়ানডস্কি।

২০২১ সালে ধ্রুব বন্দ‍্যোপাধ‍্যায়ের পরিচালনায় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর বায়োপিক হিসেবে মুক্তি পেয়েছিল গোলন্দাজ সিনেমা, যার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দেব।

আরও পড়ুন:আগামিকাল অজিদের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে নামছে ভারত, সিরিজ জয় লক্ষ‍্য রোহিতদের