বাতিল হবে ফাঁ*সি ! বিকল্প ভাবছে শীর্ষ আদালত

0
1

দোষ করলে তার জন্য শা*স্তি অবধারিত সংবিধানে। কিন্তু ফাঁ*সির শাস্তি (Capital Punishment)দেওয়াটা কতটা যুক্তিযুক্ত ? এবার এই প্রশ্ন নিয়ে কেন্দ্রীয় সরকারকে (Central Government)চিন্তা ভাবনা করতে বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মৃ*ত্যুদণ্ড যদি দিতেই হয় তবে সেই চূড়ান্ত শা*স্তি কেন যন্ত্রণাদায়ক পদ্ধতির দ্বারা পরিচালিত হবে? এবার বিকল্প রাস্তার খোঁজে দেশের শীর্ষ আদালতের বিচারপতিরা। অপরাধীদের যন্ত্রণাহীন মৃত্যুদণ্ড দেওয়া নিয়ে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলার পরামর্শ।

অপরাধ যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে কোনও ভাবেই ক্ষমা করা হবে না, আইন মোতাবেগ শাস্তি পাবেন দোষী। কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত অপরাধীদের ফাঁসির সাজা কতটা উচিত কাজ,মানবিকতার দৃষ্টিভঙ্গিতে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ভারতে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ডের সাজা দেওয়াটা ব্রিটিশ আমলের পদ্ধতি। এই নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাকারী ঋষি মালহোত্রা বলছেন আইন কমিশনের রিপোর্টেই বলা হয়েছে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে মারা সত্যি নিষ্ঠুর এবং যথেষ্ট যন্ত্রণাদায়ক। সেক্ষেত্রে যদি বিজ্ঞানসম্মত কোনও পদ্ধতি ব্যবহার করে এই শাস্তি দেওয়া যায় সেটাই শিক্ষিত দেশের সাংবিধানিক যুক্তিতে সঠিক বলে গণ্য হওয়া উচিত। এরপরেই শীর্ষ আদালত কেন্দ্রকে এ বিষয়ে চিন্তাভাবনার পরামর্শ দেওয়ার পাশাপাশি এ বিষয়ে তথ্যনিষ্ঠ কোনও গবেষণার রিপোর্ট পাওয়া সম্ভব কিনা সেটাও জানতে চেয়েছে। আগামী ২ মে মামলার পরবর্তী শুনানি। যদি অন্য কোনও পথ পাওয়া যায় সেক্ষেত্রে পুরোপুরি ভাবে ফাঁসি বাতিলের সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট বলেই মনে করা হচ্ছে।