গোষ্ঠীদ্ব*ন্দ্বের জেরে বাতিল বিজেপির ‘বিজয় সংকল্প যাত্রা’

0
1

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বাতিল করতে হল বিজেপির বিজয় সংকল্প যাত্রা। মে মাসে কর্ণাটকে বিধানসভা নির্বাচন তার আগে বিভিন্ন জায়গায় ‘বিজয় সংকল্প যাত্রা’ (Vijay Sankalpa Yatra) করছে। কিন্তু সেখানে প্রকাশ্যে চরম গোষ্ঠী কোন্দল। এই নিয়ে দ্বিতীয়বার যাত্রা বাতিল করতে হল গেরুয়া শিবিরকে (BJP)।

কর্নাটকের দেবনগরেতে সোমবার ছিল বিজেপির বিজয় সংকল্প যাত্রা। কিন্তু সেখানে দুই গোষ্ঠীর সমর্থকদের মধ্যে প্রথমে বাক-বিতণ্ডা বাধে। তারপর হাতাহাতি বেধে যায়। সংঘর্ষ এমন আকার নেয়, যে শেষপর্যন্ত যাত্রা বাতিল করতে বাধ্য হয় কর্নাটকের বিজেপি (Karnataka BJP)নেতৃত্ব।

বিজেপি সূত্রে খবর দলীয় নেতা শিবকুমারের বিধায়ক পদের টিকিটের জন্য আর এক বিধায়কের পুত্র হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বিজেপি নেতা এমপি রেণুকাচারিয়া এবং জেএম সিদ্ধেশ্বরের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত বিজয় সংকল্প যাত্রা বাতিল করতে বাধ্য হন বিজেপি নেতৃত্ব।

তবে এই প্রথম নয়, এর আগেও গোষ্ঠীদ্বন্দ্বের জেরে যাত্রা বাতিল করতে হয়েছিল বিজেপিকে। কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন খোদ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। চিকমাগালুর জেলায় তাঁকে ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা। এই অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ‘বিজয় সংকল্প যাত্রা’ বাতিল করতে বাধ্য হয় বিজেপি।