পরিকল্পনা ছিল অনেক দিনই। এবার পুরীতে পশ্চিমবঙ্গের গেস্ট হাউস তৈরির পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ওড়িশা যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কয়েকজন পূর্ত দফতরের আধিকারিকও যাচ্ছেন। মঙ্গলবার ভুবনেশ্বর পৌঁছে বুধবার সকালে পুরীর মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এর আগেও ওড়িশা সফরে জগন্নাথধামে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরেই গেস্ট হাউসের জায়গা বাছাই করার কথা রয়েছে।


আরও পড়ুন:মডেল বাংলা: তামিলনাড়ুতেও মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার!


বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করবেন। তারপরেই কলকাতা ফিরে আসার কথা। জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে নবীন পট্টনায়কের সঙ্গে এই বৈঠক নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ। ২০২৪-এর লোকসভা ভোটের আগে অকংগ্রেসি অবিজেপি দলগুলি ক্রমশ জোট বাঁধছে। বাংলার নেত্রীকে সামনে রেখেই বিরোধী ঐক্য তৈরি হচ্ছে। তবে এর পাশাপাশি উল্লেখযোগ্য বিষয় অবশ্যই পুরীতে বাংলার গেস্ট হাউস।








































































































































