কলকাতার বাইরে এই প্রথম কোন শহরের রাস্তা হতে চলেছে মোহনবাগানের নামে। শিলিগুড়ির এয়ার ভিউ মোড় থেকে যতীন দাশ পার্ক পর্যন্ত রাস্তার নামকরণ হতে চলেছে মোহনবাগানের নামে। আগামী ২ এপ্রিল সেই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন হবে শিলিগুড়িতে। এদিন এমনটাই জানালেন বাগান সচিব দেবাশিস দত্ত।

এইনিয়ে মোহনবাগান সচিব বলেন, “১০০ বছরের বেশি হয়ে গিয়েছে ক্লাবের। সারা বিশ্বে আমাদের সমর্থকরা রয়েছেন। অথচ কলকাতার বাইরে ক্লাবের নামে কোনও রাস্তা ছিল না। তাই আমি সচিব হওয়ার পর শিলিগুড়ির কোনও একটি রাস্তা ক্লাবের নামে করার জন্য আবেদন করেছিলাম। শিলিগুড়ির মেয়র আমার সেই অনুরোধ রেখেছেন। আমি চাই রাজ্যের প্রতিটি জেলায় ক্লাবের নামে একটি করে রাস্তা থাকুক। আগামী দিনে সেই উদ্যোগ নেব।”

কলকাতায় রয়েছে মোহনবাগানের নামে রাস্তা। রাজ্যের আর কোথাও ক্লাবের নামে রাস্তা এতদিন ছিল না। সেই কারণেই মোহনবাগান সচিব চিঠি দিয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। অনুরোধ করেছিলেন, শহরের একটি রাস্তার নাম মোহনবাগানের নামে রাখার জন্য। আর সেই আবেদনে সাড়া দিয়েছেন শিলিগুড়ির মেয়র।
আরও পড়ুন:ধাক্কা নাইট শিবিরে, শুরুতেই নেই এই দুই ক্রিকেটার










































































































































