বিশিষ্ট চিকিৎসক-রাজনীতিবিদ তরুণ অধিকারীর প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

0
1

বিশিষ্ট  রাজনীতিবিদ ডা: তরুণ অধিকারী প্রয়াত হলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮  বছর।সোমবার সকালে নৈহাটিতে তিনি প্রয়াত হন। তিনি ১৯৮৭ ও ১৯৯১ সালে নৈহাটি কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। বিশিষ্ট চিকিৎসক তরুণ অধিকারী বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে বরাবরই জড়িত ছিলেন।তাঁর প্রয়াণে রাজনৈতিক ও চিকিৎসা জগতে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক শোক বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, বিশিষ্ট  রাজনীতিবিদ ডা: তরুণ অধিকারীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।তিনি  আজ নৈহাটিতে  প্রয়াত হন। তিনি ১৯৮৭ ও ১৯৯১ সালে নৈহাটি কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। বিশিষ্ট চিকিৎসক ডা: তরুণ অধিকারী বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিলেন।তাঁর প্রয়াণ রাজনৈতিক ও চিকিৎসা জগতে এক অপূরণীয় ক্ষতি।ডা: তরুণ অধিকারীর আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।