হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জ্ঞাপন মমতা-অভিষেকের

0
4

মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মতুয়া সম্প্রদায়ের বীণাপানি দেবী চিরকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। সে কথা বারবার বলেছেন মুখ্যমন্ত্রী। ঠাকুরনগরে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়ও করছে রাজ্য সরকার।

মধুকৃষ্ণা ত্রয়োদশীতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন মমতা-অভিষেক। সেখানে মমতা লেখেন, “আজ, তাঁর জন্মবার্ষিকীতে, আমি মহান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানাই।
প্রান্তিকদের শিক্ষিত ও উন্নীত করার জন্য তাঁর জীবন উৎসর্গ করেন। আমাদের সবার জন্য তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আসুন আমরা একটি সমতাবাদী সমাজের জন্য কাজ করার অঙ্গীকার করি যা বিভাজনমূলক চিন্তাধারা মুক্ত।“

নিজের টুইটার হ্যান্ডেলে অভিষেক লেখেন, “আমি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে তাঁর জয়ন্তীর বিশেষ উপলক্ষ্যে শ্রদ্ধা জানাই। একজন সমাজ সংস্কারক হিসেবে, তিনি প্রান্তিক ও দরিদ্রদের শিক্ষিত ও ক্ষমতায়নের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর আদর্শ শুধু মতুয়া সম্প্রদায়কে নয়, বাংলায় আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে।“ মুখ্যমন্ত্রী ও অভিষেক দুজনেই এই উপলক্ষ্যে ফেসবুকেও পোস্ট।