এবার বাস স্টপেই ‘ব্রেস্ট ফিডিং রুম’ তৈরি পুরসভার !

0
3

রাস্তায় দুধের শিশুকে স্তন্যপান করাতে গিয়ে আর আড়াল খোঁজার ঝক্কি পোহাতে হবে না মা-কে। এবার বাস স্ট্যান্ডেই তৈরি হবে ‘ব্রেস্ট ফিডিং রুম’। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) পাইলট প্রোজেক্ট নিয়ে বাড়ছে উন্মাদনা। বেহালা পর্ণশ্রী (Parnashree, behala)থেকেই এই উদ্যোগের সূচনা করতে চলেছে কেএমসি (KMC)।

সদ্যোজাতকে দুধ খাওয়াতে গিয়ে যাতে মায়েদের সমস্যায় না পড়তে হয় সেই কারণে এবার এই পাইলট প্রোজেক্ট । শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে বেহালা পর্ণশ্রী থেকে ফোন আসে মেয়রের কাছে। সেখানে বাস স্ট্যান্ড নিয়ে অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে পদক্ষেপ করার কথা বলেন মেয়র। এরপরই মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান ,বাস স্ট‌্যান্ড উইথ ব্রেস্ট ফিডিং রুমের পরিকল্পনা ছিলই। পর্ণশ্রীতেই তা প্রথম করা হবে। মেয়র জানিয়েছেন এটা একটা পাইলট প্রোজেক্ট। সফল হলে সারা কলকাতা জুড়েই হবে এমন বাস স্ট‌্যান্ড তৈরি করার পথে হাঁটবে পুরসভা। এই বাস স্টপ উইথ ‘ব্রেস্ট ফিডিং রুম দেখতে কেমন হবে তার স্কেচ করতে দেওয়া হয়েছে বলেই পুরসভা সূত্রে খবর।