টলিপাড়ায় অ*গ্নিকাণ্ড, পু*ড়ে ছা.ই স্টুডিয়োর একাংশ

0
1

রবিবার কাকভোরে আগুন লাগল টালিগঞ্জের টলিপাড়ার একটি স্টুডিয়োতে। দাউদাউ করে জ্বলছে স্টুডিয়োটির একাংশ। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আগুনের জেরে পড়ায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে স্টুডিওর সেই জায়গা।

আরও পড়ুন:মার্কশিট দিতে দেরি! কলেজ অধ্যক্ষার গায়ে পেট্রোল ঢেলে আগুন, মৃত্যু শিক্ষিকার

দমকল সূত্রে খবর, রবিরার ভোর সাড়ে ৫টা নাগাদ টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিয়োয় আগুন লেগে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেয়। ঘটনাস্থলে দমকল পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালায়। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিটের জেরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে স্টুডিওর ভিতরে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন এমন বিধ্বংসী চেহারা নিয়েছিল।

এইমুহূর্তে আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। আর কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।