ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের একদিনের সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। রবিবার দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারল ভারতীয় দল। এই হারের ফলে সিরিজে সমতা ফেরাল স্টিভ স্মিথরা। সিরিজের ফলাফল ১-১।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ রান বিরাট কোহলির। ৩১ রান করেন তিনি। ২৯ রানে অপরাজিত অক্ষর প্যাটেল। অধিনায়ক রোহিত শর্মা করেন ১৩ রান। ছুটি কাটিয়ে দলে ফেরেন তিনি। শূন্য রানে আউট হন সূর্যকুমার যাদব এবং শুভমন গিল। অজিদের হয়ে পাঁচ উইকেট নেন মিচেল স্টার্ক। তিন উইকেট নেন সেন এবোট। দুই উইকেট নেন নাথান ইলিস।

জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দুই ওপেনার ব্যাট করতে নেমে জয় তুলে নেয়। ট্রাভিস হেড ৫১ রানে অপরাজিত। মিচেল মার্স ৬৬ রানে অপরাজিত।
আরও পড়ুন:আইএসএল চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দিলেন প্রীতম










































































































































