নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে ৮৪২ জন Group C কর্মীর চাকরি বাতিল হয়েছে। সেই তালিকায় নাম থাকায় চাকরি গিয়েছে মন্ত্রী শ্রীকান্ত মাহাতর (Srikanta Mahato) ভাই খোকন মাহাতরও (Khokon Mahato)। এ নিয়ে শনিবার মেদিনীপুর শহরে তৃণমূল কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে শ্রীকান্ত দাবি করলেন, তাঁর ভাই মেধাবি ছাত্র। ওই নম্বর তিনি কোনও ভাবেই পাবেন না। হার্ড কপি প্রশ্নপত্র মিলিয়ে দেখা হোক। এসএসসি-র ত্রুটি-বিচ্যুতির শিকার হয়েছেন তিনি। পাঁচ বছর ধরে চাকরি করছেন।

মন্ত্রী প্রশ্ন তোলেন, চাকরির পাঁচবছর পর কেন তালিকা প্রকাশিত হল! শ্রীকান্ত দাবি, খোকন যথেষ্ট যোগ্য। লেখাপড়াতেও ভালো। এর ফলে তাঁর ও পরিবারের সম্মানহানি হচ্ছে। উত্তরপত্র যাচাইয়ের জন্য তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।
আরও পড়ুন- “কন্ঠ আমার রুদ্ধ আজি, বাঁশি সংগীতহারা…”, কেন এমন কবিতা বললেন ফিরহাদ?




































































































































