আজ থেকে শুরু হল ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। মুম্বয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচে নেমেছে দুই’দল। এই ম্যাচে নেই ভারত অধিনায়ক রোহিত শর্মা। দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন হার্দিক। কেন প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন হার্দিক? কেন সহজ উইকেটে প্রথমে ব্যাট করবে না? উত্তর দিলেন হার্দিক।

এদিন টসের পর হার্দিক বলেন,” এই বছর একদিনের বিশ্বকাপ রয়েছে। এই ম্যাচগুলিকে আমরা বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছি। তাই প্রথমে ফিল্ডিং করব আমরা। রান তাড়া করতে চাই। দলকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে চাই। বলতে পারেন এই সিরিজ আমাদের কাছে পরীক্ষার মতো।”

চলতি বছর অক্টোবর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের আগে নিজেদের ভালো মতন ঝালিয়ে নিতেন চায় টিম ইন্ডিয়া। ভারতীয় দল আসলে বিশ্বকাপের জন্য নিজেদের সব পরিস্থিতি মোকাবিলা করার মতো করে গড়ে তুলতে চাইছে। আর সেটাই সোজাসুজি বলে দিলেন হার্দিক।
আরও পড়ুন:পন্থকে ‘প্যান্টি’ নাম শাস্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলড ভারতের প্রাক্তন কোচ










































































































































