বাংলার বুকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপি বিরোধী লড়াইয়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, ২০২৪-এর লোকসভা ভোটে কেন্দ্রের মোদি সরকারকে উৎখাতের ডাক দিচ্ছেন, বিরোধীদের এক ছাতারতলায় আনার চেষ্টা করছেন, ঠিক তখনই রাজ্যে কংগ্রেস-সিপিএম বিজেপিকে তৃণমূল বিরোধিতায় রসদ জোগানোর চেষ্টা করছে। তার জলজ্যান্ত উদাহরণ সাগরদিঘি উপনির্বাচন।

আরও পড়ুন:আজ কালীঘাটে দলীয় বৈঠক, নেত্রীর বার্তার দিকে তাকিয়ে তৃণমূল পরিবার

কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে গেরুয়া শিবিরের দোস্তি একেবারে প্রকাশ্যে চলে এসেছে। লোকসভা ভোটে বাংলা থেকে তাই একাই লড়বে তৃণমূল কংগ্রেস। তবে নির্বাচনী ফল ঘোষণার পর বিরোধী জোটকে সঙ্গে নিয়ে চলার বার্তাও দেওয়া হয়েছে। বিরোধীদের সংঘবদ্ধ করার সলতে পাকাতে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেতুবন্ধনের দায়িত্ব নিয়েছেন সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদব।

ফারুক আবদুল্লা, লালুপ্রসাদ যাদবের সঙ্গে সাক্ষাৎ সেরে আজ, শুক্রবার তিনি আসছেন কলকাতায়। সমাজবাদী পার্টির দলীয় কর্মসমিতির বৈঠকে যোগ দেবেন অখিলেশ। তারপরই কালীঘাটে তৃণমূল নেত্রীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎকার করবেন সপা সুপ্রিমো।

সর্বভারতীয় রাজনীতির দুই শীর্ষ নেতৃত্বের এমন সাক্ষাৎ রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
কালীঘাট থেকেই সর্বভারতীয় স্তরে মোদি-শাহ পতনের রণনীতি তৈরি হয় কি-না সেটাই দেখার।








































































































































