বীরকন্যা প্রীতিলতা: কলকাতা প্রেস ক্লাবে বিশেষ প্রদর্শনে মন ছুঁলো এপার বাংলার

0
1

৯০ বছরের আগে চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব অভিযানে গিয়ে ইংরেজদের সঙ্গে গুলির লড়াইয়ে গুলিবিদ্ধ হন প্রীতিলতা ওয়াদ্দেদার (Pritilata Waddedar)। মৃত্যু সুনিশ্চিত করতে পটাশিয়াম সায়ানাইডের ক্যাপসুল খেয়ে নেন। ইতিহাসের সেই অধ্যায় সেলুলয়েডে বন্দি করেছেন বাংলাদেশী পরিচালক প্রদীপ ঘোষ (Pradip Ghosh)। সেলিনা হোসেনের লেখা উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’র কাহিনী নিয়ে ছবিটি তৈরি করেছেন প্রদীপ। ভারতের প্রথম মহিলা শহিদ প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরত ইমরোজ তিশা। আর মাস্টারদা সূর্য সেনের চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু। তবে, এই ছবি শেষ হয়ে যাচ্ছে প্রীতিলতার মৃত্যুর সঙ্গেই।

কলকাতা প্রেস ক্লাবে এই ছবির বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস। ছিলেন বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন।

প্রীতিলতার জীবন তার প্রেম তার সংগ্রাম, তার মৃত্যু সবকিছুই সেলুলয়েডে বন্দি করেছেন প্রদীপ ঘোষ। আর ছবির মুখ্য ভূমিকায় তিশা অপূর্বভাবে এই চরিত্র ফুটিয়ে তুলেছেন। ছবিতে রবীন্দ্র সংগীত থেকে অতুলপ্রসাদী সবকিছুই এসেছে খুব সাবলীলভাবে। ইতিহাসের আসল জায়গাগুলোই ছুঁয়েছেন পরিচালক। তবের কোভিডের কারণে কলকাতায় বেথুন কলেজ বা আলিপুর সেন্ট্রাল জেল দেখাতে পারেননি তিনি। সেই জায়গায় ব্যবহার করা হয়েছে সেট। তবে সেই বিষয়টা বাদ দিয়ে বাকিটা ঠিক করতে কসুর করেনি প্রদীপ ঘোষ।এদিন অনুষ্ঠানে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস শূর, সম্পাদক কিংশুক প্রামাণিক-সহ কলকাতা প্রেস ক্লাবের সদস্য এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যরা।