মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর স্ত্রীকে হু*মকি! কী করলেন অমৃতা

0
2

ফ্যাশন ডিজাইনারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা ফড়নবিশ। অমৃতার অভিযোগ, ওই ডিজাইনার সরাসরি এক কোটি টাকা ঘুষের প্রস্তাব দিয়েছেন। শুধু তাই নয়, ডিজাইনারের বিরুদ্ধে হুমকি এবং ষড়যন্ত্রের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন উপমুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতা।

আরও পড়ুন:“আমি প্রস্তুত, আমি জেলে যেতে চাই”, কেন এমন বললেন মহুয়া মৈত্র?

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ফ্যাশন ডিজাইনারের নাম অনীক্ষা। তিনি পোশাক, গয়নার পাশাপাশি
জুতোরও ডিজাইন করেন।একটি পাবলিক ইভেন্টে তাঁর সঙ্গে আলাপ হয় অমৃতার। গত ১৬ মাস যোগাযোগ ছিল। অমৃতার স্বীকার করেছেন যে অনীক্ষার প্রতি তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। সেই সুযোগ কাজে লাগান অভিযুক্ত মহিলা। ফৌজদারী মামলায় অভিযুক্ত বাবাকে বাঁচাতে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর সাহায্য চান তিনি। প্রভাব খাটিয়ে মামলা তুলে নিতে ১ কোটি টাকা ঘুষের প্রস্তাব করেন। তা না মানায় মেয়ে ও তাঁর বাবা হুমকি দেন বলেও অভিযোগ।


গোটা ঘটনা পুলিশকে জানিয়ে ২০ ফেব্রুয়ারি এফআইআর দায়ের করেন অমৃত ফড়নবিশ। ষড়যন্ত্র ও দুর্নীতির ধারায় বাবা ও মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে মুম্বই পুলিশের এক আধিকারিক জানান, তদন্ত চলছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।