ফোন পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় ৩ জেলায় বিদ্যুৎ ফেরানোর ব্যবস্থা অভিষেকের

0
1

‘এক ডাকে অভিষেক’- ফোন। আর তাতেই উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যে ত্রাতার ভূমিকায় দেখা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।কোচবিহার – জলপাইগুড়ি – আলিপুরদুয়ারের বিস্তীর্ণ অঞ্চলে বিদুৎ ফেরানোর ব্যবস্থা করলেন বুধবার গভীর রাতেই।

জরুরি ভিত্তিতে কাজে নামেন ২৫০-র বেশি শ্রমিক। স্বস্তি পেল হাজার হাজার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। নিজেই টুইটারে ঘটনার কথা শেয়ার করেছেন অভিষেক।

বুধবার রাত ১১ টা ৪০ মিনিট নাগাদ টুইটে অভিষেক লেখেন, ‘এক ডাকে অভিষেক’- এ পাওয়ার কাটের ফোন পেয়ে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে জানানোর সঙ্গে সঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে যে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে জরুরি ভিত্তিতে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলার বিস্তীর্ণ অংশে বিদ্যুৎ ২৫০-র বেশি মানুষ কাজে নেমে পড়েছেন তা দেখে আমি অভিভূত। আগামী ৬- ৮ঘণ্টার মধ্যে অর্থাৎ রাতের মধ্যেই বিদ্যুৎ ফেরানো সম্ভব হবে।”

অভিষেকের তৎপরতায় আপ্লুত ৩ জেলার মানুষ।

আরও পড়ুন- পরীক্ষায় টোকাটুকি করতে না পারার ‘প্র*তিবাদ’, কলেজ লক্ষ্য করে ইঁট বৃষ্টি পরীক্ষার্থীদের