আইএসএল ফাইনালে গোয়ার মাঠে থাকছে মনকাড়া বিনোদন !

0
1

আগামী শনিবার আইএসএলের ফাইনালে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি।কিন্তু জানেন কী ম্যাচ শুরুর আগে দর্শকদের জন্য ভরপুর বিনোদনের ব্যবস্থা করেছে আইএসএল কর্তৃপক্ষ।
কী থাকছে সেই বিনোদনে ? ডিজে থেকে শুরু করে কার্নিভাল, সব কিছুরই বন্দোবস্ত থাকছে গোয়ার মাঠে। খেলা শুরুর আগে সমাপ্তি অনুষ্ঠান হবে। সেখানেই পারফর্ম করবেন ডিজে চেতস। এ ছাড়া গোয়ার ব্যান্ড ‘এ টোয়েন্টি সিক্স’ও দর্শকদের মন মাতাতে তৈরি। দর্শকদের জন্য ফিফা মোবাইল স্টল ও গেম জোন থাকবে।এমনকী, ফিফার স্টলে পুরস্কার জেতার সুযোগ পাবেন দর্শকরা।

সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ফাইনাল। তার আগে বিকাল ৪টে থেকে শুরু হবে কার্নিভাল। সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত হবে সেই কার্নিভাল। সেটা শেষ হওয়ার পরে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান। সোয়া সাতটা পর্যন্ত হবে সেই অনুষ্ঠান। তার পরে শুরু হবে খেলা।আইএসএল ফাইনালের সব থেকে কম টিকিটের দাম ১০০ টাকা। বুক মাই শো থেকে টিকিট কেনা যাবে। এ ছাড়া আইএসএলের ওয়েবসাইটে গিয়েও টিকিট কেনা যাবে।