কোভিড ১৯ (Covid 19) ভাই*রাস নিয়ে আবার নতুন করে চিন্তায় চিকিৎসা বিশেষজ্ঞরা। রিপোর্ট বলছে মহারাষ্ট্র (Maharastra) জুড়ে কোভিড কেস (Active Case) একদিনে দ্বিগুণেরও বেশি। ১৫৫ টি নতুন সংক্রমণের রিপোর্ট ফাইল হয়েছে। ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

দেশ জুড়ে ফের কোভিড বাড়তে শুরু করেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। সবথেকে চিন্তার কারণ মহারাষ্ট্র (Maharastra)। পুনের প্রশাসনিক (Pune Administration) পরিসংখ্যান বলছে ৭৫ টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে। মুম্বই সার্কেলে ৪৯ টি, নাসিকে ১৩ টি, নাগপুরে ৮টি, কোলহাপুরে ৫টি, ঔরঙ্গাবাদ এবং আকোলায় দুটি এবং লাতুর সার্কেলে একটি করে সংক্রমিত কেসের রিপোর্ট মিলেছে। গত ২৪ ঘণ্টায় ৬৮ জন করোনা মুক্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে সুস্থতার সংখ্যা ৭৯ লক্ষ ৮৯ হাজার ৫৬৫ জন। রাজ্যে ৬৬২ টি সক্রিয় করোনা কেসের মধ্যে ২০৬ টি রিপোর্ট এসেছে পুনে জেলা থেকে, মুম্বই থেকে ১৪৪ টি এবং থানে থেকে ৯৮টি সক্রিয় কেসের রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় ৪০২ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন বলে খবর।




































































































































