রাজ্য সরকার চলতি বছরেই দেউচা পাঁচমি কয়লা খনি প্রকল্পের খনন কাজ শুরু করার উদ্যোগ নিয়েছে। বুধবার, নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে শিল্পপ্রসার পর্ষদের বৈঠকে এই কথা জানান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। তিনি জানান, দেউচা পাঁচমি প্রস্তাবিত খনি প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বেশিরভাগ সমীক্ষাও নমুনা পরীক্ষার কাজ শেষ হয়েছে। ভূতাত্ত্বিক সমীক্ষার চূড়ান্ত রিপোর্ট আগামী মে মাসেই হাতে পাওয়া যাবে। তারপরেই সেখানে কয়লা উত্তোলনের প্রক্রিয়া শুরু করা হবে। মুখ্যমন্ত্রী জানান, দেউচা পাঁচমি খনি থেকে যে কয়লা পাওয়া যাবে তার মান অত্যন্ত উন্নত। ওই প্রকল্প রূপায়নে সহায়তা করার জন্য তিনি স্থানীয় বাসিন্দা প্রশাসনের প্রতিনিধিদের ধন্যবাদ জানান।

মুখ্যসচিব জানান, রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি পরিচালনার জন্য এতদিন আশি শতাংশ কয়লা ভিন রাজ্য থেকে আমদানি করা হত। কিন্তু আগামী বছর থেকে কয়লা উৎপাদনের ক্ষেত্রে রাজ্য পুরোপুরি স্বনির্ভর হয়ে উঠবে। রাজ্যের কয়লা খনিগুলি থেকে পর্যাপ্ত পরিমাণে কয়লা জোগানো সম্ভব হবে। শুধু তাই নয়, বাৎসরিক আনুমানিক ৩৫ মেট্রিক টন উদ্বৃত্ত কয়লা অন্য রাজ্যে রফতানি করা যাবে।
আরও পড়ুন- মহারাষ্ট্র জুড়ে কো*ভিডের দাপট, দ্বিগুণ বাড়ল সং*ক্রমণ




































































































































