শেষ হল প্রায় তিন দশকের বলিউডি (Bollywood) কেরিয়ার। বুধবার বলিউডে বিষাদের ছবি, চলে গেলেন ৭১ বছরের বর্ষীয়ান অভিনেতা (Actor) সমীর খাখর (Sameer Khakhar)। আজ ভোরে মুম্বইয়ের (Mumbai) বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
আটের দশকে হিন্দি সিনেমার জগতে (Hindi Film Industry) কেরিয়ার শুরু করেন সমীর। হিন্দি সিরিয়াল জগতের অতি পরিচিত মুখ তিনি।’পুষ্পক’,‘গুরু’,‘ধরতিপুত্র’,‘রাজাবাবু’,‘জয় হো’র মতো একাধিক সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। তবে দর্শকের মনে আজও অমলিন ‘নুক্কড়’ ধারাবাহিকে তাঁর অভিনীত খোপড়ির চরিত্র। ‘শ্রীমান শ্রীমতী’,‘আদালত’-এর মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। আজও দর্শকদের মনে সার্কাস’ সিরিয়ালের ‘চিন্তামণি’র স্মৃতি অমলিন। পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। হার্টের পাশাপাশি তাঁর মূত্রনালির সমস্যাও ছিল। ডাক্তারের পরামর্শ মতোই হাসপাতালে ভর্তি করা হয়। এদিন ভোর চারটে নাগাদ প্রয়াত হন সমীর খাখর । মাল্টি অরগ্যান ফেলিওরের কারণেই তাঁর মৃ*ত্যু বলে পরিবার সূত্রে খবর।


 
 
 
 































































































































