স্বপ্ন সত‍্যি হলো সঞ্জু স‍্যামসনের, সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজেই

0
13

ছোটবেলার স্বপ্ন সত‍্যি হলো সঞ্জু স‍্যামসনের। সাত বছর বয়স থেকে যে স্বপ্ন দেখেছিলেন সঞ্জু সেই স্বপ্ন পূরণ হলো। অভিনেতা রজনীকান্তের সঙ্গে দেখা করলেন তিনি। রজনীকান্তের ভক্ত সঞ্জু। ছোটবেলায় মা, বাবাকে বলেছিলেন, একদিন রজনীকান্তের বাড়িতে গিয়ে দেখা করবেন, গত শনিবার সেই স্বপ্ন পূরণ হয় সঞ্জুর। সেই কথা নিজেই জানান তিনি।

নিজের সোশ্যাল মিডিয়ায় রজনীকান্তের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন সঞ্জু, সেই সঙ্গে তিনি লেখেন, “আমি সাত বছর বয়সেই রজনীকান্তের ভক্ত হয়ে গিয়েছিলাম। মা, বাবাকে বলতাম, একদিন আমি রজনী স্যরের বাড়ি যাব দেখা করতে। ২১ বছর পর সেই দিন এসেছে। রজনী স্যার আমাকে নিমন্ত্রণ করেছিলেন।”

সঞ্জু আগেও জানিয়েছিলেন যে, তিনি রজনীকান্তের ভক্ত। ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না সঞ্জু। আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক তিনি। সামনেই শুরু আইপিএল। সেই প্রস্তুতিতে ব‍্যস্ত সব দল।

আরও পড়ুন:আন্তর্জাতিক ট্রাই নেশন টুর্নামেন্টের জন্য ২৩ জনের অস্থায়ী দল ঘোষণা করলেন স্টিমাচ