‘১৪ মার্চ বাংলার ইতিহাসে একটি কালো দিন’, নন্দীগ্রাম দিবসে শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

0
5

প্রতিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। আজ মঙ্গলবারও তার ব্যতিক্রম হল না। এদিন টুইট করে তিনি লেখেন, ১৪ মার্চ বাংলার ইতিহাসে একটি কালো দিন। এটি বাংলার অসহায় কৃষকদের উপর বর্বরোচিত হামলার একটি ভয়াবহ স্মৃতি। নন্দীগ্রামের ১৪জন শহিদ এবং অগণিত গ্রামবাসী যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সহিংসতার শিকার হয়েছিলেন।

প্রতি বছর ১৪ মার্চকে কৃষক দিবস হিসাবে স্মরণ করা হয়। ২০০৭ সালে পুলিশের গুলিতে প্রাণ দিতে হয়েছিল অনেককে। নন্দীগ্রামের সেই সাহসী গ্রামবাসীকে শ্রদ্ধা জানাই। এই দিনে তাঁদের এবং গোটা বিশ্বের কৃষকদের শ্রদ্ধা।

 

উল্লেখ্য, ২০০৭ সালে এদিনই শহিদ হয়েছিলেন ১৪ জন নন্দীগ্রামবাসী। জখম ও নিখোঁজ হয়েছিলেন অনেকে। জমি রক্ষার আন্দোলনে সেই শহিদদের তারপর থেকেই প্রতিবছর এই দিনে তর্পণ করে নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি।