গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করল ED। মঙ্গলবার তৃণমূল নেতার হিসাবরক্ষককে দিল্লিতে (Delhi) ডেকে পাঠানো হয়। সূত্রের খবর, অনুব্রত, তাঁর স্ত্রী, কন্যা, আত্মীয়, ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তি, কোটি কোটি টাকার লেনদেন- এসব নিয়েই মণীশকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি তদন্তে অসহযোগিতা করেন বলে অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।

সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়েও টানা জেরা করা হয় তাঁর হিসেব রক্ষককে। এর আগে ইডির কাছে মণীশ দাবি করেছিলেন, তিনি একজন চার্টাড অ্যাকাউন্টেন্ট। তিনি যা যা করেছেন তার পেশার তাগিদে অনুব্রত মণ্ডলের কথাতেই করেছেন। যদিও অনুব্রত সেই দাবি নস্যাৎ করে বলেন, তিনি কিছু জানেন না। এই পরিস্থিতিতে মঙ্গলবার অনুব্রত ও মনীশকে মুখোমুখি বসানো হয়। দুজনের বয়ান ভিডিও রেকর্ডিং করা হয়। অনুব্রতর সমস্ত হিসাবেই রাখতেন মণীশ। সেই নথি দেখিয়ে অনুব্রতর মুখোমুখি জেরা করা হয় তাঁকে। জবাবে সন্তুষ্ট না হওয়ায় তাঁকে গ্রেফতার করে ইডি। বুধবার, অনুব্রত-কন্যা সুকন্যাকে দিল্লিতে তলব করা হয়েছে।
আরও পড়ুন- বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরও প্রশিক্ষণ: সিদ্ধান্ত টাস্ক ফোর্সের বৈঠকে




































































































































