বাড়ির অদূরেই একটি মাঠ থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। কলকাতার (Kolkata) আনন্দপুরের (Anandapur) ঘটনা। পরিবার সূত্রে খবর, সম্পর্কের (Relation) টানাপোড়েনের জেরেই এই মর্মান্তিক ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আকাশ শর্মা (Akash Sharma) (২০) বাড়ি, আদর্শনগরের বিজয়কলোনিতে। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর (Unnatural Death) মামলা রুজু করে তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ।

পরিবার সূত্রে খবর, রবিবার সন্ধেয় মোবাইল ফোন চার্জে বসিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল আকাশ। তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। এরপর সোমবার সকালে উদ্ধার হল তার ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর আগে ফোনের কন্ট্যাক্ট লিস্ট ও সব ছবি মুছে দিয়েছিল আকাশ। আর তারপর থেকেই দানা বাধছে রহস্য। তবে এদিন সকালে আনন্দপুর থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে আকাশের পরিবারের লোকরা পুলিশের কাছে জানতে পারেন, নোনাডাঙায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরে পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করেন।

তবে পরিবার সূত্রে খবর, স্থানীয় এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল আকাশের। আর সেই সম্পর্কের টানাপোডেনের জেরেই এই দুর্ঘটনা বলে অনুমান। তবে মৃত্যুর পিছনে আসলে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছে আনন্দপুর থানার পুলিশ।










































































































































