সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে সোমবার থেকে। এই অধিবেশনের প্রথম দিনে রণকৌশল ঠিক করতে বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক ডাকেন কংগ্রেস(Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun kharge)। সেই ডাকে দেশের ১৬ টি রাজনৈতিক দল উপস্থিত হলেও অনুপস্থিত ছিল তৃণমূল(TMC)।
বৈঠক সেটাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, আদানি ইস্যুতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অথবা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি জানাচ্ছি আমরা। সেই মর্মেই বিরোধীকা একজোট হয়েছিলেন এই বৈঠকে। উল্লেখ্য গতবার সংসদ অধিবেশনে আদানি ইসুতে সড়ক হয়েছিল বিরোধী রাজনৈতিক দল। বিজেপির বিরুদ্ধে পাদদেশের ধরনা দিতে দেখা গিয়েছিল শান্তনু সেন ও মহুয়া মৈত্রের মতো তৃণমূল সাংসদদের। তবে সেবারও খাড়গের ডাকা বৈঠকে উপস্থিত হয়নি তৃণমূল। সেই ধারা অব্যাহত থাকলো এবারও। এদিন কংগ্রেসের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন CPIM, RJD, JDU, উদ্ধব ঠাকরের শিবসেনা, NCP সাংসদরা।