কেমব্রিজে রাহুলের মন্তব্যে উত্তাল সংসদ, তুমুল হট্টগোলে মুলতুবি লোকসভা

0
3

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধীর(Rahul Gandhi) মন্তব্যের জেরে সোমবার রীতিমতো উত্তাল হয়ে উঠল সংসদ। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে প্রথম দিনেই লোকসভা মুলতুবি করলেন লোকসভার স্পিকার(Loksabha speaker)।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্যকে ঘিরে প্রথমেই আক্রমণ শানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)। তিনি বলেন, এই সংসদের সদস্য রাহুল গান্ধী লন্ডনে গিয়ে ভারতকে অপমান করেছেন। রাজনাথ বলেন, এই হাউসের সব সদস্যের রাহুলের বক্তব্যের নিন্দা করা উচিত এবং তাঁর উচিত হাউসের সামনে ক্ষমা চাওয়া। রাহুল প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, রাহুল বিদেশের মাটিতে বলছেন যে তাঁর হাউসের মাইক বন্ধ করে দেওয়া হয়, তবে তা মোটেও তা নয়। সে মিথ্যা ছড়াচ্ছে। এরপরই সরব হন বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। রাহুলের বক্তব্য নিয়ে লোকসভায় তুমুল হট্টগোলের পর কার্যবিবরণী দুপুর ২টো পর্যন্ত মুলতবি করা হয়।

লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও এই ইস্যুতে সরব হন বিজেপি নেতা পীযূষ গোয়েল। রাহুল গান্ধীর বক্তব্যের বিষয়টি তুলে ধরেন এবং কংগ্রেস নেতার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। পাল্টা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “যে এই কক্ষের সদস্য নন এমন কাউকে নিয়ে মন্তব্য করার নিন্দা করছি।”