গুজরাত পুলিশকে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে গ্রে*ফতার না করার আবেদন করল দিল্লি পুলিশ। হ্যাঁ ঠিকই শুনছেন। গুজরাত পুলিশকে বিরাটকে গ্রে*ফতার না করার আবেদন করেছে দিল্লি পুলিশ। যদিও পুরো বিষয়টি মজার ছলে। ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ টেস্টের চতুর্থ দিনে। অর্থাৎ গতকাল। যেদিন ব্যাট হাতে তান্ডব চালিয়েছেন বিরাট। প্রায় সাড়ে তিন বছর পর শতরান আসে কোহলির ব্যাট থেকে। শুধু শতরান নয় অজিদের বিরুদ্ধে ১৮৬ রানের ইনিংস খেলেন বিরাট। আর তারই ফাঁকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় দিল্লি পুলিশের এই আবেদন।
রবিবার বিরাটের ওই দুরন্ত ইনিংসের পরই দিল্লি পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়,” প্রিয় গুজরাত পুলিশ, বিদেশি অতিথিদের এভাবে মারার জন্য আমাদের দিল্লির ছেলে বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন না।” এরপরই ভাইরাল হয়ে যায় এই পোস্ট। যা বেশ উপভোগ করছেন নেটিজেনরা।
Dear @GujaratPolice,
Don't book our Delhi boy #ViratKohli for voluntarily causing hurt to the guests.
AUS-SOME, game @imVkohli!#INDvAUS #BGT2023 pic.twitter.com/weg4wstnhO
— Delhi Police (@DelhiPolice) March 12, 2023
দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে রানে ফেরেন বিরাট কোহলি। রবিবার আহমেদাবাদের ২২ গজে চেনা মেজাজে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ককে। যা মন কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।
আরও পড়ুন:ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শেষ হওয়ার আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিতরা