চুরি গেল বেন স্টোকসের ব‍্যাগ

0
1

চুরি গেল বেন স্টোকসের ব‍্যাগ। এদিন নিজেই এমনটা জানালেন স্টোকস নিজেই। লন্ডনের কিংস ক্রশ স্টেশন থেকে চুরি গিয়েছে ইংল্যান্ড টেস্ট অধিনায়কের ব‍্যাগ। ব‍্যাগে ছিল জামা-কাপড়-সহ আরও কিছু জিনিসপত্র। যেই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ স্টোকস।

জামা-কাপড় ছাড়া আরও কিছু জিনিস ছিল স্টোকসের ব্যাগে। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় স্টোকস লেখেন, “কিংস ক্রশ থেকে যিনিই আমার ব্যাগ চুরি করে থাকুন, মনে হয় আমার জামাগুলি তার বড় হবে।… এর পরই একটি রাগের ইমোজি দিয়েছেন স্টোকস।”

এই সময় দেশে ছুটি কাটাচ্ছেন স্টোকস। কয়েক দিনপর থেকে ভারতে শুরু হবে আইপিএল। আইপিএল খেলতে ভারতে আসবেন তিনি। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন ইংল্যান্ডের অলরাউন্ডার। তবে তার আগে ব‍্যাগ চুরি যাওয়ায় রীতিমতো রেগে লাল স্টোকস।

আরও পড়ুন:‘কোহলিকে গ্রে*ফতার করবেন না’,গুজরাত পুলিশকে আবেদন দিল্লি পুলিশের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়